মুখের ত্বক মসৃণ করার ক্রিম,
শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়,
শুষ্ক ত্বকের জন্য সেরা নাইট ক্রিম,
শীতে ত্বকের যত্নে ক্রিম,
শীতে ত্বকের জন্য কোন ক্রিম ভালো,
শীতে ছেলেদের শুষ্ক ত্বকের যত্ন,
শীতে শুষ্ক ত্বকের যত্ন,
শীতে শুষ্ক ত্বকের যত্নে বেস্ট প্রডাক্ট,
night cream for glowing skin,night cream for fairness,winter cream,beauty tips,my beauty tips,শীতকালে ত্বককে উজ্জল,চকচকে ও ফর্সা রাখার জন্য় অসাধারণ একটি নাইট ক্রিম,winter cream for glowing skin,winter cream for dry skin,homemade winter night cream,homemade winter cream,fairness cream,fairness cream for winter season,fairness cream for winter,উজ্জল,চকচকে ও ফর্সা ত্বক,শীতকালের ক্রিম,শীতকালের রূপচর্চা,বাংলা রূপচর্চা,bangla beaty tips,bengali beauty tips

শীতে ত্বক উজ্জ্বল, চকচকে ও ফর্সা রাখতে তৈরি করুন দারুণ একটি নাইট ক্রিম-

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শীতে আপনার ত্বক উজ্জ্বল, চকচকে ও ফর্সা রাখতে একটি চমৎকার ক্রিম তৈরি করবেন।

শীতে আমাদের ত্বক অতিরিক্ত রুক্ষ ও শুষ্ক হয়ে যায়, যে কারণে শীতে আমাদের ত্বকের বিশেষ যত্ন নিতে হবে। তাই আজ আমি আপনাদের শিখাবো কিভাবে একটি নাইট ক্রিম বানাতে হয়, যা নিয়মিত ব্যবহার করলে শীতেও আপনার ত্বক থাকবে উজ্জ্বল, চকচকে ও ফর্সা।


ভ্যাসলিন আমাদের ত্বকের জন্য অনেক উপকারী ভ্যাসলিন ত্বকে মাখলে অনেক নরম ও সফট হয় ।ভ্যাসলিন কিভাবে মুখে ব্যবহার করলে মুখের ত্বক ফোড়া ফোড়া থেকে রক্ষা পাবে আর অনেক নরম ও মসৃণ হবে তার উপকরণ তৈরি করে দেখাবো। মাত্র 10 দিন ব্যবহার করলে ত্বকের পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ।

প্রথমে 1 চা চামচ ভেসলিন একটি বাটিতে নিয়ে একটু গরম করে নিতে হবে।এটা হচ্ছে ভ্যাসলিনের একটি ফেসপ্যাক যাদের মুখে ব্রণ আছে তারা এটি ব্যবহার করলে ব্রণ ভালো হয়ে যাবে।  এবার ভ্যাসলিনের মধ্যে এক চামচ অলিভ অয়েল দিয়ে একটু নেড়ে নিয়ে 8 থেকে 10 ফোঁটা লেবুর রস দিতে হবে। তারপর এটা ভালো করে মিক্স করতে হবে। তাহলে এটা দারুন ক্রিমের মতো হয়ে আসবে।


এটা তোমরা একটু বেশি করে কোটার মধ্যে রেখে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারো।

 তবে 8 থেকে 10 দিন নিয়মিত ব্যবহার করলে মুখের ত্বক অনেক পরিবর্তন আসবে।। তারপর সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই হবে। তারপর ভ্যাসলিনের ফেসপ্যাকটি মুখ পরিষ্কার করে ধুয়ে সুন্দরভাবে মেসেজ করতে হবে। মুখে আলতো ভাবে টেনে টেনে মেসেজ করতে হবে লেবুর রস মুখের ত্বক ফর্সা করবে ভেসলিন আর অলিভ অয়েল মুখের দাগ সার্কেল দূর করবে। এর থেকে ভালো নাইট ক্রিম আর হতেই পারে না। অন্তত 2 মিনিট ধরে মেসেজ করতে হবে ।


সকালে যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে মুখের কালো দাগ দূর হয়ে গেছে মুখের সৌন্দর্য ও লাবণ্য ফিরে এসেছি ।শুধু ভেসলিন টা এইভাবে দশ দিন ব্যবহার করে দেখো তোমাদের মুখ দেখে অবাক হয়ে যাবে মুখের পরিবর্তন এত সুন্দর হয়েছে কল্পনার বাহিরে। তারপর একটি টাওয়ার নিয়ে হালকা গরম পানিতে ভিজিয়ে একটু চিপে নিয়ে মুখে যে অতিরিক্ত লেগে আছে তা মুছে ফেলবে। এর ওপর আর অন্য কোন ক্রিম লাগানো দরকার নেই তবে যদি তোমরা চাও এর উপরে নাইট ক্রিম ব্যবহার করতে পারো।  ভ্যাসলিন এভাবে ব্যবহার করলে মুখ অনেক  বিউটিফুল লাগবে লাবণ্য হবে সুন্দর।ভ্যাসলিনের নাইট ক্রিম একটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহাফেজ