tips,kitchen tips,hacks,kitchen hacks,tutorial,cooking tips,কিচেন টিপস,রান্না ঘরের টিপস,তেলাপোকা,ছাড়পোকা,ইদুর,kitchen cleaning tips,kitchen organisations,useful thinks,5 minutes tips,fry pan clean tips,ranna banna,rannaghor,mithila kitchen tips,mithila kitchen,mithila,handcraft,day projects,trucos,life hacks,kitchen tips,kitchen hacks,kitchen,কিচেন টিপস,কিচেন হ্যক,আদা সংরক্ষণ,আদা সংরক্ষণ করা,চাল সংরখন,kitchen hacks and tips,sohoj ranna,ranna banna,tips and tricks,kitchen tips,kitchen hacks,kitchen,কিচেন টিপস,কিচেন হ্যক,আদা সংরক্ষণ,আদা সংরক্ষণ করা,চাল সংরখন,kitchen hacks and tips,sohoj ranna,ranna banna,tips and tricks


অপচয় থেকে বাঁচার ও সংসারের কাজ সহজ করার ৮টি টিপ


আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অপচয় থেকে বাঁচার ও সংসারের কাজ সহজ করার ৮টি টিপস। । আপনেরা  যদি এই টিপস অনুজাাই কাজ করেন তাহলে অপচয় থেকে বাঁচার ও সংসারের কাজ সহজ হয়ে যাবে।


১। আমরা কৌটায় বিস্কুট রাখি কিন্তু সে বিস্কুট নরম হয়ে যায়। বিস্কুট  এর কোটার মধ্যে যদি এক মুঠো চাল কাগজে মুড়িয়ে রাখি তাহলে বিস্কুট মচমচে থাকবে।

  

২ । একটি মগে পানি নিয়ে তারমধ্যে শ্যাম্পু  মিশাতে হবে। তারপর রান্নাঘরের ময়লা টাওয়ারগুলো ভিজাতে হবে। সন্ধ্যার সময় ভিজিয়ে সকালে পরিষ্কার করতে হবে। তাহলে টাওয়াল থেকে সুন্দর ঘ্রাণ বের হব।


৩। একটি বাটিতে পানি নিয়ে এক চামচ হলুদের গুঁড়া 1 চামচ সাবানের গুড়া মিশিয়ে স্বর্ণ পরিষ্কার করা যায়। আমরা যেসব স্বর্ণের জিনিস সবসময় ব্যবহার করি।তা অনেক ময়লা হয় এভাবে পরিষ্কার করলে স্বর্ণ পরিষ্কার হয়ে যায়।  ময়লা স্বর্ণের জিনিস গুলো পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। দশ মিনিট পর একটি ব্রাশের সাহায্যে ময়লা স্বর্ণের জিনিস গুলো আস্তে আস্তে পরিষ্কার করতে হয়। পরিষ্কার হয়ে গেলেপেস্ট এর সাথে একটু পানি মিশিয়ে স্বর্ণের জিনিস গুলো আবার একটু ঘষতে  হবে। তারপর ধুয়ে টিসু দিয়ে শুকাতে হবে । এভাবে পরিষ্কার করলে স্বর্ণের জিনিস পরিষ্কার করতে  স্বর্ণকারের কাছে নিয়ে যেতে হবে না ।  

৪। হাতে হলুদের দাগ লাগলে আর তা যদি না উঠে তাহলে একটি আলু মাঝখান থেকে কেটে হাতে ঘষতে হবে। আর হলুদের দাগ যদি বেশি লাগে তাহলে  আলুর সাথে পেস্ট মিশিয়ে হাতে ভালো করে ঘষতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করতে  হবে । তাহলে হাত সুন্দরপরিষ্কার  হবে ।


৫।  সিং কে হলুদের দাগ লাগলে তারের মাজুুনির সাথে পেস্ট মিশিয়ে ভালো করে ঘষতে হবে তারপর পানি দিয়ে পরিষ্কার করতে হবে তাহলে  সিং পরিষ্কার হয়ে যাবে ।


৬।সিংএর মধ্য থেকে গন্ধ আসলে সিঙ্ক পরিষ্কার করার পর তার মধ্যে সন্ধ্যার সময়  দুইটা ন্যাপথলিন রেখে একটু পানি দিয়ে ভিজিয়ে সারারাত রেখে দিতে হবে।  তাহলে  সিং চলে যাবে।


৭। কোন বোতলে যদি তেল ঢালতে হয় তাহলে তেল পড়ে যায় আর যদি  ফোয়েল কাগজ মুড়িয়ে তেল ঢাললে তেল নিচে পরবেনা।


৮ ।ময়লার এক রাখার পাত্র ডাস্টবিন থেকে অনেক দুর্গন্ধ আসে এ দুর্গন্ধ পরিষ্কার করার জন্য   পাত্র   বা ডাস্টবিনে  একটু পানি নিয়ে এর মধ্যে সাদা ভিনেগার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করলে এরমধ্যে থেকে দুর্গন্ধ চলে যায়।