আলুর সাথে,ত্বকে সব দাগ দূর হয়ে যাবে মাত্র ২ দিনে,ফর্সা হওয়ার উপায়,ফর্সা হওয়ার ঘরোয়া উপায়,কাঁচের মত চকচকে উজ্জল ও ফর্সা ত্বক পাওয়ার জন্ আলুর সাথে মাত্র এই ২টি জিনিস ব্যবহার করে দেখুন,কাঁচের মত,চকচকে উজ্জল ও ফর্সা ত্বক পাওয়ার জন্য আলুর,আলুর সাথে এই ২ টি উপাদান মিশিয়ে ব্যবহার করে দেখুন ত্বক এত ফর্সা ও দাগ ছোপহীন হবে,potato facial,ত্বক এত ফর্সা ও দাগ ছোপহীন হবে,এই ২ টি উপাদান মিশিয়ে ব্যবহার করে দেখুন,আলুর সাথে এই ২ টি উপাদান,দাগ মুক্ত ফর্সা ত্বক পেতে ১ বার এই আলুর ফেসিয়াল করে দেখুন অবাক হয়ে যাবেন,potato facial at home,স্থায়ীভাবে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়,bd girl channel by mithila,দাগ মুক্ত ফর্সা ত্বক পেতে,আলুর ফেসিয়াল,আলু,ফর্সা,beauty tip,potato facial to remove dark spots,potato facial,home remady,dark spot remover,skin whitening,lemon juice,potato juice,potato juice for dark spots,potato juice for skin

ফর্সা ওদাগ মুক্ত ত্বক পেতে ১ বার এই আলুর ফেসিয়াল করে দেখুন অবাক হয়ে যাবেন


আলুর ফেসিয়াল করলে মুখের কালো দাগ, কালো ছোপ কিছুই থাকবে না ।আমরা অনেকেই মুখের  কাল কালো দাগ , ছোপ  নিয়ে অনেক সমস্যায় ভুগি। আলুর ফেসিয়াল করলে সমস্যা দূর হয়ে যাবে।

আপনাদেরকে, আমি আজকে দেখাব কিভাবে আপনারা বাসায় আলু দিয়ে ফেসিয়াল করবেন।

আলুর এই ফেসিয়াল সব ধরনের ত্বকে ব্যবহার করা যায় । নিয়মিত এই  আলুর ফেসিয়াল সপ্তাহে ২ দিন করলে , দেখবেন মুখের কালো দাগ আর নেই।


ফেসিয়ালের তিনটি ধাপ গুলো হলঃ 


যাদের মুখে কালো দাগ, ছোপ আছে তারা আলুর ফেসিয়াল করে দেখবেন অনেক উপকৃত হবেন ।প্রথমে একটি  আলু নিয়ে ছাল ছাড়াতে হবে।  ছাল ছাড়ানোর পর আলু মাঝ বরাবর কেটে ,দুই টুকরো স্লাইচ করে কেটে রাখব পরে মুখে ফেসপ্যাক লাগানোর সময় চোখের উপর দিয়ে রাখার জন্য যেন চোখের কালো দাগ উঠে যায়।


আর বাকি যে আলু গুলো ছিল গ্রেট করে কেটে ছাকনির সাহায্যে রস বের করে নিতে হবে ।আপনারা চাইলে ব্লেন্ডারে রস করে নিতে পারেন। ফেসিয়ালের প্রথম ধাপ হলো ক্লিনজিং । ক্লিনজিং করার জন্য প্রথমে একটি বাটিতে দুই চামচ আলুর রস নিতে হবে তারপর   একটি  তুলিতে আলুর সব রস নিয়ে সমস্ত মুখে মেসেজ করতে হবে। তারপর একটু অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 


ফেসিয়ালের দ্বিতীয় স্টেপ হল স্ক্রাবিং ।আবার একটি বাটিতে দুই চামচ আলুর রস নিয়ে 1 চামচ লেবুর রস নিতে হবে  তারপর দুই চামচ চিনি নিয়ে ভালো করে মেশাতে হবে। একটি তুলি নিয়ে ভালো করে তুলিটা  আলুর রসে ভিজিয়ে মুখে  ডিপ করে মেসেজ করতে হবে।তারপর হাত দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে মেসেজ করতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ।


ফেসিয়ালের  তৃতীয় স্টেপ হলো ফেসপ্যাক এটা তৈরি করার জন্য একটি বাটিতে  দুই চামচ বেসন নিয়ে দুই  চামচ আলুর রস নিয়ে,  1 চা চামচ লেবুর রস ও 1 চা চামচ মধু নিয়ে সবগুলো একসাথে ভালো করে মেশাতে হবে । তারপর মুখে ভালোভাবে লাগাতে হবে। ভালোভাবে লাগানো হয়ে গেলে আলুর  স্লাইস  ছিল সেগুলো চোখের উপর দিতে হবে ।তারপর ফেসপ্যাক শুকানোর অপেক্ষা করতে হবে। ফেস প্যাক শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে হালকা হালকা করে মেসেজ করতে  হবে। তারপর ভালোভাবে  মুখ ধুয়ে ফেলতে হবে তারপর যে ক্রিম ব্যবহার করা হয় সেটা মুখে লাগাতে হবে।


আলুর ফেসিয়াল সপ্তাহে দুইদিন করলে আপনার মুখের ত্বক অনেক মসৃণ হবে। আর ফেসিয়াল করলে মুখের ত্বক নষ্ট হয়ে গেছে বলে মন খারাপ হবে না। তাই অবশ্যই আলুর ফেসিয়াল টা আপনার ত্বকে ব্যবহার করে দেখবেন অনেক উপকৃত  হবেন। আল্লাহ হাফেজ