parlour style facial,salon style facial,facial at home,shahnaz shimul,bright skin,homemade remedies for glowing skin,how to lighten your skin,instant skin brightening,deep pore cleansing,ade acne scars,body polishing at home,brightening,step by step,how to do facial at home step by step,skin whitening,ঈদ স্পেশাল পার্লার স্টাইল ফেসিয়াল,shahnaz shimul vlogz,shahnaz shimul,khadija begum,eid facial at home,parlour style facial at home,eid special makeup tutorial,eid makeup tutorial 2021,salon style facial at home,eid facial,eid makeup tutorial 2021,how to get fair skin,beauty secret by samira,how to do facial at home,gold facial,bleach,how to do bleach at home

ফেসিয়ালের প্রথম ধাপ হলোঃ

ফেসিয়াল করতে হলে  যদি মুখে মেকআপ  দেয়া থাকে তাহলে ত্বকের মেকআপ  আলতো করে কটন প্যাড এর সাহায্যে তুলে ফেলতে হবে ।আর যদি মেকআপ দেয়া না থাকে তাহলে ফেসিয়াল করলেই হবে। আপনারা চাইলে 5 মিনিট গরম পানির ভাব নিতে পারেন। ফেসিয়াল করতে হলে সামনের চুলগুলো ক্লিপ এর সাহায্যে আটকাতে হবে তাহলে ফেসিয়াল করতে লাগলে চুলার সামনে আসবেন।


 ফেসিয়ালের দ্বিতীয় ধাপ হলোঃ

 টক দই নিয়ে  মুখে আলতো করে লাগাতে হবে। এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছে। আর যদিব্র্যান্ডের কোন ক্রিম থাকে তাও লাগানো যেতে পারে। টক দই আলতো আলতো করে গোটা মুখ ও গলা ভালো করে মাখাতে হবে। দুই আঙ্গুল কেঁচির  মতন করে মুখে মেসেজ করতে হবে এভাবে কিছুক্ষণ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে । আপনারা চাইলে বরফ দিয়ে  মুখে আলতো করে ডলতে পারে।


ফেসিয়ালের তৃতীয় ধাপ হলঃ

ফেসিয়ালের তৃতীয় ধাপ হলো  ফেস মাক্স তার জন্য নিয়েছি ময়দা, বেসন, ও হলুদের গুঁড়া। ময়দা ও বেসন আমাদেরকে ত্বককে  ব্রাইট করবে পোরকে মিনিমাইজ করবেএবং মিংকেল  থাকলে তা উঠে যাবে।আর হলুদ গুঁড়া স্কিনকে ব্রাইট করবে। তারপর নিয়েছি কফি ।কফি ত্বকের জন্য অনেক ব্রাইট করে আর ডার্ক সার্কেল দূর করে। তারপর নিয়েছি ডাবের পানি। 



এখন 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ কফি ,One-fourth কাপ হলুদ গুঁড়া নিয়ে ভালো করে মেশাতে হবে।  তারপর একটু একটু করে ডাবের পানি দিয়ে গারো একটি ফেসপ্যাক তৈরি করতে হবে। তারপরে ফেসপ্যাকটি মুখে লাগাতে হবে। আপনারা চাইলে এই ফেসপ্যাকটি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন আর ব্যস্ততা থাকলে একদিন ব্যবহার করলেও হবে। ফেইস প্যাকটি মুখে লাগানোর পর শুকানোর জন্য  10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। ফেসপ্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।


তারপর সিটম্যাক্স লাগাতে হবে। সিটমাক্স লাগানোর পর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে সিটমাক্সলা গানোর পর মুখে পানি ব্যবহার করা যাবে না। সিটমাক্স  মুখ থেকে তোলার পর 8 থেকে 10 মিনিট লিখে হাত দিয়ে পেড করতে হবে। তারপর যে ক্রিম মুখে ব্যবহার করা হয় সেটা লাগাতে হবে। এভাবে ফেসিয়াল করলে ত্বক অনেক মসৃণ ও কমল থাকে। আপনারা সপ্তাহের একবার হলেও এই ফেসপ্যাকটি লাগাবেন। আমার ফেসিয়াল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ